ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

মসজিদে কোরআন মাথায় নিয়ে শপথ করে প্রেমিকাকে ভিডিও প্রেরণ!

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৯ আগস্ট ২০২৩ , ০৭:১৪ পিএম


loading/img
ফাইল ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি (সৈদপুর) গ্রামে মসজিদে ডুকে মাথায় কোরআন নিয়ে শপথ করেন এক যুবক। এ সময় সেই ভিডিও প্রেমিকাকে প্রেরণ করে। পরে এ ঘটনায় মসজিদ কমিটি ও প্রতিপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১৯ আগস্ট) শান্তিগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে সিচনি (সৈদপুর) এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

আহতরা হলেন, জুনাব আলী (৬০), আবিদ আলী, লিলতেরা বিবি (৫৫), তৈমুছ আলী (৪৫), আব্দুর রহমান (৫৫), মিল্লাদ (২০), আহমদ আলী (৪১), সাঞ্জব আলী (৩৩), রবিউল ইসলাম (২৫), লাহিন (২২), আরিফুল হকসহ (৪৫) আরও কয়েকজন। সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন৷ 

এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সৌদি প্রবাসী প্রেমিকাকে বিশ্বাস করাতে মসজিদে ডুকে কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করে ভিডিও পাঠান আহমদ জামান (৩৮) নামের মসজিদের এক ক্যাশিয়ার। এরপর তাদের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দেয়। পরে এলাকার সালিশ করা ব্যক্তিদের কাছে ওই ভিডিও পাঠান তরুণী। ভিডিও দেখার পর এলাকাবাসী ওই যুবককে জিজ্ঞেস করতে গেলে সমস্যা দেখা দেয়৷ 

বিজ্ঞাপন

এদিকে এলাকাবাসী জড়ো হয়ে মসজিদে ভিডিও করা ঠিক কি না। ইসলাম সমর্থন করে কি না, একজন আলিমের কাছে যেতে চাইলেই বাদে বিপত্তি৷ এক পর্যায়ে মসজিদ কমিটিসহ দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি জেরে দফায়-দফায় সংঘর্ষ হয়। এতে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শান্তিগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন এলাকা শান্ত আছে৷ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |