ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

ঘুম থেকে জেগে মা দেখলেন, ডোবায় ভাসছে মেয়ের মরদেহ 

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ আগস্ট ২০২৩ , ০৯:২৬ এএম


loading/img
ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি ইউনিয়নে শিশু মাইশাকে নিয়ে ঘুমাচ্ছিলেন মা। পরে ঘুম থেকে উঠে মেয়েকে খুঁজতে গিয়ে ডোবার পানিতে ভাসমান মরদেহ দেখতে পান। 

বিজ্ঞাপন

রোববার (২০ আগস্ট) শিশুটির চাচা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের কুমারবাড়ি এলাকার খলিফাবাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত শিশু ওই এলাকার শাহ আলমের মেয়ে মাইশা আক্তার (দেড় বছর)। তার বাবা ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন।

স্থানীয়রা জানান, শনিবার (১৯ আগস্ট) বিকেলে মা ও মেয়ে একসঙ্গে ঘুমাছিলেন। পরে মাইশা এরমধ্যে একবার সজাগ হয়ে মোবাইল ফোন ধরলে, মা তাকে বারণ করে ঘুমাতে বলে নিজেও ঘুমিয়ে পড়েন। এ সময় মাইশা না ঘুমিয়ে ঘরের বাইরে গিয়ে পাশের ডোবায় পড়ে যায়। এর মধ্যে মা সজাগ হয়ে সন্তানকে কাছে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ঘরের পাশের ডোবায় ভাসতে দেখে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা এগিয়ে মাইশাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

সহসভাপতি জাহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় মাইশাকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করে। পরে ডাবার পানিতে মাইশার মরদেহ পাওয়া যায়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |