ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব ভারতেরও : শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ আগস্ট ২০২৩ , ১১:৩০ পিএম


loading/img
ছবি: আরটিভি

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশ ভারতের প্রতিবেশী, এ দেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব তাদেরও আছে। নির্বাচনকে ঘিরে কোনো বাইরের অপশক্তি তৎপর হলে ভারত বসে থাকবে না। 

বিজ্ঞাপন

রোববার (২০ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচন। মানুষের প্রতি বিএনপির আস্থা নেই। কারণ, স্বাধীনতার বিপক্ষের এই শক্তি রাতের আঁধারে বারবার ক্ষমতায় এসেছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, সংবিধান মেনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন, নরসিংদী ১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |