• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

এক লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ

আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৩, ১১:৫৬
মেট্রোরেল
ফাইল ছবি

কারিগরি ত্রুটির কারণে একটি লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে উত্তরা-আগারগাঁও লাইনে প্রায় ১ ঘণ্টা পর আসছে একটি ট্রেন।

এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টায় কাজীপাড়া স্টেশনে একটি কোচে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। পরে কোচটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এ সময় একটি লাইনে চলে ট্রেন। ফলে স্বাভাবিক চলাচল বন্ধ থাকে। এক লাইনেই আসা যাওয়া করে মেট্রোরেল।

এর আগে, গত ৯ আগস্ট সকাল সাড়ে ৯টার পর থেকে কারিগরি সমস্যার কারণে মেট্রোর চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় সোয়া দুই ঘণ্টা পর আবারও স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।

এর আগে, ৭ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে মেট্রোরেল। বৈদ্যুতিক তারের কারণে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে এ ট্রেন ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলের টিকিটের নকশা বদলের ব্যাখ্যা দিলো ডিএমটিসিএল
রাজধানীজুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী
এমআরটি পাস নিয়ে সুখবর দিলো ডিএমটিসিএল
আবারও যেদিন থেকে করা যাবে মেট্রোরেলের এমআরটি পাস