ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে বাসচাপায় গৃহবধূ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ , ০৭:৪৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রাস্তা পারাপারের সময় জাহানারা বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ আগস্ট) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের  এ দুর্ঘটনা ঘটে।

জাহানারা বেগম ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়ার জাগির হোসেনের স্ত্রী। তিনি বাবার বাড়ি থেকে ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়ায় শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। জাহানারার তিনটি কন্যা সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মানিক জানান, চট্টগ্রামগামী একটি বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ওই নারীর সঙ্গে থাকা মোবাইল ফোনে তার আত্মীয়দের সাথে যোগাযোগ করে ঘটনাটি জানানো হয়েছে।

এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি আটক করে। চালক বাস রেখে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |