ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সম্পত্তি নিয়ে বিরোধ, ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

শনিবার, ২৬ আগস্ট ২০২৩ , ০৮:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মুক্তার হোসেনের ছুরিকাঘাতে বড় ভাই জাকির হোসেন (৪২) খুন হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই মুক্তার হোসেন হঠাৎ ছুরি দিয়ে বড় ভাই জাকির হোসেনের পেটে আঘাত করেন। এসময় জাকির হোসেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |