ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আহত স্ত্রী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ , ০৭:৫০ পিএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুরের কচুয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী সেলিম মিয়া নিহত ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১ সেপ্টেম্বর) সাচার-গৌরীপুর সড়কের হাটমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেলিম মিয়া (৫০) উপজেলার জুনাশার গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। রাজধানীর রামপুরা এলাকায় তার একটি খাবার হোটেল রয়েছে। সেলিমের স্ত্রী কাজল রেখাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শুক্রবার সকালে সেলিম মিয়া ও তার স্ত্রী ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাটমুড়া এলাকায় ঢাকাগামী সুরমা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান সেলিম।

এ বিষয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত সুরমা বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |