ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৩৪ পিএম


loading/img

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ সেপ্টেম্বর) উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মনোরা গ্রামের বারিন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা জেলার সাভার রাজাশন এলাকার মোকছেদ আলীর ছেলে মো. আল-মামুন (২১) ও একই এলাকার জহির আলীর ছেলে সুজন মিয়া (২২)।

বিজ্ঞাপন

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. বেলাল হোসেন জানান, নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাওতারা গ্রামের মো. আল আমিনের বাড়িতে বেড়াতে যায় তিন বন্ধু। পরে তারা বারিন্দা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই বন্ধু পানিতে ডুবে যান। পরে আমরা খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে যাই এবং তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করি। পরবর্তীতে বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির কাছে মরদেহ হস্তান্তর করি।

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |