রাজধানীর বাড্ডায় হোসনে আরা মিম (১৮) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডায় আনন্দনগর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিমের আত্মীয় বকুল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, মিম এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তার মা তাকে রাজধানী আইডিয়াল কলেজে ভর্তি করাতে চেয়েছিল, কিন্তু তার পছন্দ ছিল সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিমান করে গলায় ফাঁস দেয়। প্রথমে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপপরিদর্শক (এস আই) মোছা. ফাতেমা সিদ্দিকা (সোমা) বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হোসনে আরা মিমকে মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।