ঢাকা

ঢাকা চিড়িয়াখানা থেকে বগুড়ায় নেওয়ার পথে ৪ হরিণের মৃত্যু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ , ০৯:১২ এএম


loading/img
ফাইল ছবি

ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে বগুড়া টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সংঘ) প্রাণী পালন কেন্দ্রে নেওয়ার সময় চারটি হরিণের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানান টিএমএসএস কর্তৃপক্ষ।

অভিযোগ করে তারা বলেন, জাতীয় চিড়িয়াখানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হরিণ পরিবহনে আমাদের কোনো সহায়তা বা পরামর্শ দেয়নি।

বিজ্ঞাপন

তারা বলেন, হরিণগুলোকে নেওয়ার আগে ইনজেকশনের মাধ্যমে অচেতন করা হয়। পরে বগুড়ায় পৌঁছানোর পর হরিণগুলোর জ্ঞান ফেরাতে না পারায় চারটিকেই মৃত ঘোষণা করা হয়।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, তারা আশ্রয়স্থল পরিদর্শন করে চারটি হরিণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, টিএমএসএস কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে হরিণপ্রতি ৫০ হাজার টাকার বিনিময়ে জাতীয় চিড়িয়াখানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাঁচটি হরিণ ক্রয় করে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৮ মে জাতীয় চিড়িয়াখানা থেকে একইভাবে ছয়টি হরিণ আনা হলেও তাদের মধ্যে দুটি চিড়িয়াখানা থেকে বের হওয়ার পর মারা যায় এবং আরেকটি বগুড়া যাওয়ার পথে মারা যায়। এ ছাড়া টিএমএসএস-এ ময়ূর ও ভেড়া পালন করা হচ্ছে এবং কর্তৃপক্ষ অভয়ারণ্য কেন্দ্রে বানর আনার পরিকল্পনা নিয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |