চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় সড়কের পাশে কম্বল মোড়ানো অজ্ঞাত আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট বাজারে ধলঘাট-পাঁচরিয়া সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার গণমাধ্যমকে জানান, তরুণীর বয়স আনুমানিক ২৬।চোখে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হত্যা করে কেউ মরদেহ ফেলে পালিয়েছে।