ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

প্রেম করে বিয়ে, ঘরের মেঝেতে পড়ে ছিল কিশোরীর মরদেহ  

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫২ এএম


loading/img
ফাইল ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রেমের বিয়ের চার মাস পরে শ্বশুরবাড়িতে এসেই এক কিশোরী বধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে বাড়ি থেকে উধাও স্বামী ও তার পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার উপজেলার চর পলিশা (পূর্বপাড়া) তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকার রফিকুল ইসলাম মেয়ে রিথি আক্তার (১৫)। তিনি চরপলিশা জাহানারা লতিফ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার স্বামী ওই এলাকার আল মামুনের ছেলে গোলাম রাব্বি। তিনি একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রিথির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রাব্বির। গত মে মাসে পারিবারিকভাবে তাদরে বিয়ে হয়। কিন্তু রিথি বেশি সময় তার বাবার বাড়িতেই থাকতেন। বুধবার রিথি বাবার বাড়ি থেকে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে যায়। পরে একই দিন বিকেলে সাড়ে ৪টার দিকে ঘরের মেঝেতে রিথির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

ওসি দেলোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত শেষে বলা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |