ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি জলহস্তী

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা চিড়িয়াখানা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় স্থায়ীভাবে নতুন অতিথি হিসেবে এসেছে ‘জলহস্তী’। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে কাভার্টভ্যানযোগে জলহস্তীটিকে চট্টগ্রামে আনা হয়েছে। এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তীর জন্য প্রস্তুত রাখা হয় নতুন জলাধারসহ তার আবাসস্থল। এটাই প্রথম চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তীর আগমন। এর আগে চট্টগ্রামের একমাত্র এবং বিভিন্ন প্রাণীতে সমৃদ্ধ এই চিড়িয়াখানায় জলহস্তী ছিল না।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাৎ হোসেন শুভ গণমাধ্যমকে জানান, ঢাকা চিড়িয়াখানা থেকে জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছে। সকাল ৮টার দিকে প্রাণীটি চট্টগ্রামে পৌঁছায়। পরে তার জন্য নির্ধারিত এবং নতুন প্রস্তুতকৃত জলাধারে রাখা হয়েছে। জলহস্তীটি সুস্থ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, আরও একটি জলহস্তী আনা হবে সপ্তাহখানেক পর। তবে এর বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুটি বাঘ দেওয়া হয়েছে রংপুর চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা ছিল ১৬টি। এরমধ্যে থেকে দুটি বাঘ রংপুর চিড়িয়াখানায় দেওয়া হয়েছে। এর বিনিময়ে ঢাকা চিড়িয়াখানা থেকে দুটি জলহস্তী আনা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |