ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৪৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

মুষলধারে বৃষ্টির মধ্যে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির কারণে রাজধানীর হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন, মো. মিজান, তার স্ত্রী মুক্তা এবং তার ছেলে হোসাইন। আর অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |