ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

২০ কেজির কাতল ৩৮ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ১০:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে প্রায় ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা মাছটি ৩৮ হাজারে বিক্রি করেন। শুক্রবার রাতে তিনি ৩৬ হাজার টাকায় কাতলটি কিনেছিলেন।

মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, গতকাল সন্ধ্যায় বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর পেয়ে অপেক্ষা করতে থাকি। পরে মাছটি আনা হলে ওজন দিয়ে দেখি প্রায় ২০ কেজি। এই মৌসুমে পদ্মা নদীর এত বড় কাতল এবারই প্রথম ধরা পড়েছে। এত বড় কাতল পেয়ে জেলেরা যেমন খুশি, ব্যবসায়ী হিসেবে আমরাও খুশি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কাতল মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকা দিয়ে কিনে নিই। পরে পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ৩৮ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি আজ সকালে ঢাকায় পাঠিয়েছি।

স্থানীয় জেলে জামাল হালদার বলেন, পদ্মা নদীর পানি কমতে থাকায় কয়েক দিন ধরেই জেলেদের জালে রুই, কাতল, পাঙাশ, বাগাড়জাতীয় মাছ ধরা পড়ছে। শুক্রবার বিকালে দৌলতদিয়া ফেরিঘাটের পাশে কলারবাগান এলাকায় জাল ফেলি আমরা কয়েকজন। সন্ধ্যার পর জালে বড় কোনো মাছ আটকা পড়ার বিষয়টি বুঝতে পারি। পরে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখি বিশাল এক কাতল মাছ। বিক্রির জন্য রাতেই ফেরিঘাট বাজারে নিয়ে আসি। স্থানীয় আড়তদার ইউসুফ মোল্লার আড়তে মাছটি তোলা হয়। পরে নিলামের মাধ্যমে মাছটি ৩৬ হাজারে কিনে নেন মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |