ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ০৫:০৬ পিএম


loading/img
ফাইল ছবি

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদা মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বিজ্ঞাপন

বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলা সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়াস্তিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাদা মিয়া পার্শ্ববর্তী গোয়ালপাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।  

বিজ্ঞাপন

জানা গেছে, সকালে সাদা মিয়া তার বাড়ির পাশে ধানখেতে প্রতিদিনের মতো সেচ দিতে যান। পরে বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কামারেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুন-অর-রশীদ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সাদা মিয়ার স্ত্রী ও চার ছেলে-মেয়ের পক্ষে এখন সংসারের ব্যয়ভার বহন করা কষ্টকর হবে।  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |