ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

কাঠবোঝাই গাড়িতে গুলি, চালক গুলিবিদ্ধ

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ , ১২:১৯ পিএম


loading/img

রাঙ্গামাটিতে কাঠবোঝাই গাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সৈয়দ আলম (৩২) নামে এক গাড়িচালক আহত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার দেপ্পোছড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠবোঝাই একটি গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় গাড়ির চালক সৈয়দ আলমের পায়ে গুলি লাগে। গাড়ির চালক বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর বলেন, দীন ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর গাড়ি ছিল এটি। রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি নামক স্থানে এ ঘটনাটি ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, কাঠবোঝাই গাড়িতে দুর্বৃত্তরা গুলি করেছে। এতে ট্রাকের চাকায় গুলি লাগে এবং চালকের পায়ে গুলি লেগেছে।

এদিকে ঘটনার প্রতিবাদে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকচালক ও শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |