উত্তরা থেকে আগারগাঁও অংশের সঙ্গে মতিঝিল অংশের সমন্বয়ের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশন করার জন্য আগামী শনিবার ও রোববার (১৪ ও ১৫ অক্টোবর) উত্তরা উত্তর হতে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
আগামী সোমবার (১৬ অক্টোবর) হতে পূর্বের সময়সূচি অনুযায়ী উত্তরা হতে আগারগাঁও অংশের মেট্রোরেল নিয়মিত চলাচল করবে।
এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আমদের সিস্টেম ইনটিগ্রেশন টেস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে, উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও- মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়া। আর এই কাজটা করতে তিন দিন সময় দরকার। তাই শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিনের সঙ্গে সমন্বয় করে ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রো ট্রেন নিয়মিত চলাচল করবে।
এ এন ছিদ্দিক বলেন, আগামী ২৯ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে। ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল এই তিনটা স্টেশন দিয়ে শুরু হবে প্রাথমিক যাত্রা। উদ্বোধনের পরের দিন থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল ৮টা থেকে ১১টা—এই তিন ঘণ্টা ট্রেন চলবে, পরে পর্যায়ক্রম প্রথমপর্বের মতো সময় ও স্টেশন দুটোই বাড়বে।
তিনি বলেন, তিন মাসের মধ্যে পর্যায়ক্রমে সবগুলো স্টেশনই চালু হবে। তিনমাস পরে প্রথম পর্বের সঙ্গে সমন্বয় হলে বর্ধিত নতুন শিডিউলে মেট্রোরেল চলবে উত্তরা থেকে মতিঝিল।