ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নির্বাচনের আগে ডিবি হারুনের কঠিন বার্তা

আরটিভি নিউজ

সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ , ০৬:৪৯ পিএম


loading/img
ফাইল ছবি

এগিয়ে আসছে জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচন। এরই মধ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংস্থা প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে তফসিল নিয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। দফায় দফায় বৈঠক চলছে বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সঙ্গে সরকারসহ বিএনপির। এর মধ্যেই নির্বাচন বিষয়ে কঠিন বার্তা নিয়ে এসেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তিনি বলেন, যাদের কাছে বৈধ অস্ত্র আছে তারা সেগুলো নির্বাচনের আগে থানায় জমা না দিলে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের আগে বিশেষ অভিযান চলাচ্ছেন জানিয়ে ডিবিপ্রধান বলেন, আমাদের কাছে তথ্য আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদের অবশ্যই গ্রেপ্তার করব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খুব শিগগিরই নির্দেশ দেওয়া হবে, যাদের বৈধ অস্ত্র আছে তারা যেন সেগুলো থানায় জমা দেন। কেউ যদি সেই নির্দেশ অমান্য করে, তবে এটাও অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবশ্যই গ্রেপ্তার করবে এবং তাদের অস্ত্র প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলে সাফ জানিয়ে দেন হারুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |