• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২৩, ১৯:৪৪
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেলা ১১টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক চারজনকে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেওয়ার পর বিকেল তিনটার দিকে মারা যান মোহাম্মদ রনি (১৯) নামে এক কলেজ ছাত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রনির চাচা মো. জিলানি।

নিহত রনি ঘাটাইল সরকারি জিবিজি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। সে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন বলে জানান জিলানি। নিহত রনি ঘাটাইল উপজেলার মুখ্য গাংগাইর গ্রামের ভ্যানচালক মো. আবুর ছেলে। অপরদিকে অন্য মোটরসাইকেলে চালকসহ ছিলেন তিনজন। তাদের মধ্যে শহিদুর রহমান (৩০) নামে এক যুবকের অবস্থা ছিল মুমূর্ষ।

নিহত রনির চাচা মো. জিলানি জানান, একই অ্যাম্বুলেন্সে করে রনি ও শহিদুরকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়। বিকেল তিনটার দিকে রনি মারা যায়। এর আধা ঘণ্টা পর শহিদুরও মারা যান। শহিদুর ঘাটাইল উপজেলার কদমতলী গ্রামের মেছের আলীর ছেলে।

ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক সনাউল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে রনি নামে এক কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য আরেকজনের মৃত্যুর খবর এখনো পাইনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অক্টোবরে সড়কে ঝরেছে ৪৭৫ প্রাণ
ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না: টুকু
সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রাক্তন স্বামী নিহত
পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ২