ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে গ্যালারিতে দর্শকের ঢল

স্টাফ রিপোর্টার কুমিল্লা, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ , ০৬:১২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ। হ্যালো সুপারস্টার অ্যাপ আয়োজিত এই ম্যাচ সামনে থেকে দেখতে দর্শকদের ঢল নেমেছে স্টেডিয়ামে।  

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরের পর থেকে দর্শকরা আসতে শুরু করেন স্টেডিয়ামে। ধীরে ধীরে চতুর্দিকের গ্যালারি ভরে যায় ফুটবলপ্রেমীদের আনাগোনায়। টানটান উত্তেজনায় ঠাসা এই ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। এরপর টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। 

আয়োজকদের পক্ষ থেকে আগেই জানান হয়েছিল, খেলাটি দেখতে টিকিট কাটতে হবে না। হ্যালো সুপারস্টার অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করলেই মিলছে গ্যালারিতে প্রবেশাধিকার। স্টেডিয়ামের ৩ পাশের গ্যালারিতে তিল ধারণের ঠাঁই ছিল না। পূর্ব পাশের গ্যালারিতে রোদের ঝলক থাকায় কিছুটা কম দর্শক সেখানে অবস্থান নেন।

বিজ্ঞাপন

প্রীতি এই ম্যাচে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হ্যালো সুপার ষ্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর কামরুল হাসান। পরিচালনায় ছিলেন হ্যালো সুপার ষ্টারের কান্ট্রি ডিরেক্টর সংঙ্গীত শিল্পী আসিফ আকবর।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছিলেন মালোশিয়া রাজপরিবারের সদস্য রাজকীয় নূর সুজানা আব্দুল্লাহ, রাজকীয় টুংকু হারুন আর রাশেদ পুত্রা, ভারতীয় সহকারি হাই কমিশানার ডক্টর রাজিব রঞ্জন, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

হ্যালো সুপার স্টার অ্যাপের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসিফ আকবর জানান, কুমিল্লার মানুষ ক্রীড়াপ্রেমী। কুমিল্লা যা আজকে করে সারা বাংলাদেশ তিনদিন পরে তা চিন্তা করে। আমি হ্যালো সুপার স্টার কর্তৃপক্ষকে অনুরোধ করে এখানে খেলাটির আয়োজন করেছি। আজ তারা আমার কথার প্রতিফলন পেয়েছে। দর্শকদের ঢল নেমেছে, যা আমাকে খুবই আনন্দিত করেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |