ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নোয়াখালীতে চোরাই স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৪

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ , ০৩:৪৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বর্ণ চুরির অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বিজ্ঞাপন

শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নদোনা ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো. জাকির (৩৫), একই ইউনিয়নের নুর ইসলামের ছেলে আরমান হোসেন(২০), মো. জসিম উদ্দিনের ছেলে মো. হৃদয় (২০) এবং সিরাজুল ইসলামের ছেলে মো. ফিরোজ আলম (২৮)।  

বিজ্ঞাপন

পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। অভিযানে পুলিশ  ২ ভরি ১৫ আনা ওজনের একটি গলানো ঢালাই স্বর্ণখণ্ড উদ্ধার করে। যার মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |