ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আখাউড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২০ নভেম্বর ২০২৩ , ০১:১৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ নভেম্বর) সকালে আখাউড়া পৌরসভার রাধানগর আখাউড়া রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই মা সমাবেশের আয়োজন করা হয় বলে জানিয়েছে স্কুল কমিটি। 

বিজ্ঞাপন

স্কুলের সভাপতি মো. জয়নাল আবদীন সভাপতিত্বে স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক কনা সাহাসহ স্কুলটির শিক্ষার্থীর মায়েরা এ সময় উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |