সাতক্ষীরায় আজাহার আলী নামে পুলিশের এক উপপরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ লাইনসের ব্যারাকের দোতালায় একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মো. আজাহার আলী যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। তিনি গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে সাতক্ষীরা পুলিশ লাইনসে যোগদান করেন।
বিজ্ঞাপন
সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাবে।