সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সন্ত্রাস করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সন্ত্রাস করে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই।
বিজ্ঞাপন
শনিবার (২ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনি উপজেলায় স্নানঘাটা পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আজাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
শাজাহান খান আরও বলেন, বিএনপির জ্বালাও পোড়াও এর বিরুদ্ধে আওয়ামী লীগ সব সময় আন্দোলন গড়ে তুলেছে। এখনও সেই আন্দোলন চলছে। সেই জ্বালাও পোড়াও এর বিরুদ্ধে জনগণও আন্দোলন গড়ে তুলেছে।
বিজ্ঞাপন
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।