নীলফামারীতে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় সৈয়দপুর স্টেশনের ২ নম্বর রেলক্রসিং এলাকায় তিতুমীর ট্রেনে কাটা পড়ে জায়েদ হাসান চঞ্চল (৫৫) নামের এক ছাতা ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি শহরের মুন্সিপাড়া এলাকার শহীদ আবেদ আলীর ছেলে।
এর আগে সকালে নীলফামারী-সৈয়দপুরের মধ্যবর্তী স্থান খয়রাতনগর স্টেশন এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান ফয়জুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধ। জেলা সদরের ঘোনপাড়ার প্রয়াত জবান আলীর ছেলে তিনি।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন ফয়জুল ইসলাম। শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে গেলেও আর ফেরেননি। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওইদিন সকালে এলাকাবাসীর মাধ্যমে জানাতে পারেন ট্রেনে কাটা পড়ে ফয়জুল মারা গেছেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ দুই ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।