চট্টগ্রাম-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হুইপ সামশুল হক চৌধুরীকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শেখ মো. মহিবুলল্লাহ এ নির্দেশ দেন।
এর আগে গত ৩০ নভেম্বর নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় অভিযোগ উঠে তার বিরুদ্ধে। হুইপ তার পক্ষ হয়ে আইনজীবী ও ভাগনে লোকমান খানের মাধ্যমে চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের আদালতে হাজির হয়ে সময়ের আবেদন জমা দেন। শুনানি শেষে আদালত আগামী ৫ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে সামশুল হক চৌধুরীকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।