ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হলফনামায় নিজেকে ‘অশিক্ষিত’ বললেন প্রার্থী!

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ , ০৭:১১ এএম


loading/img
ছবি : সংগৃহীত

এক সময় যুবলীগের রাজনীতি করলেও এবার বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহিদুল ইসলাম। বৈধতা পাওয়া এই প্রার্থী হলফনামায় নিজেকে ‘অশিক্ষিত’ ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন। 

বিজ্ঞাপন

তবে বুধবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন, নিজেকে স্বশিক্ষিত বলতে চেয়েছিলেন কিন্তু উকিলের ভুলে হলফনামায় ‘অশিক্ষিত’ উল্লেখ হয়ে গেছে।

শাজাহানপুর উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা শহিদুল ইসলামের পিতার নাম আব্দুল মতিন। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) হয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শহিদুল ইসলাম উল্লেখ করেছেন, তার আয়ের একমাত্র উৎস কৃষি। এই খাত থেকে প্রতি বছরে চার লাখ টাকা আয় করেন। নগদ টাকা আছে দুই লাখ ৫০ হাজার টাকা। বৈদেশিক কোনো মুদ্রা নেই। তবে রয়েছে ৭০ হাজার টাকার গাড়ি, ৫ লাখ টাকার অলঙ্কার। 

এনপিপির হয়ে দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থী বলেন, ১৯৯৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। পরে ব্যক্তিগত মাধ্যমে এনপিপির এক নেতার সঙ্গে যোগাযোগ হয়। সেই সূত্র ধরেই তিনি দলটি থেকে বগুড়া-৬ আসনে মনোনয়ন পান।

শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম জানান, আমি উচ্চ মাধ্যমিক পাস। তবে কাগজপত্র এখন কাছে নেই। অন্য একটি জায়গায় জমা দেওয়া আছে। 

বিজ্ঞাপন

কাগজ দেখানো সম্ভব কি না এমন প্রশ্নে তিনি বলেন, সেখান থেকে আনতে সময় লাগবে, এ কারণে নিজেকে স্বশিক্ষিত বলতে চেয়েছি। কিন্তু উকিল ভুল করে ‘অশিক্ষিত’ লিখে ফেলেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |