ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ঘন কুয়াশায় ডুবেছে পঞ্চগড়, বাড়ছে শীতের তীব্রতা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ , ০৩:০৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

দুদিনের টানা বৃষ্টির পর পঞ্চগড়ে আজ ভোর থেকে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড়।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত শিশিরের মতো কুয়াশা পড়তে দেখা গেছে। 

কুয়াশার কারণে ব্যহত হচ্ছে যান চলাচল। এতে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন দুর্ভোগে। 

বিজ্ঞাপন

আজ সকাল ছয়টায় ১৮ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা ২৪ ডিগ্রিতে নেমে এসেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামীতে তাপমাত্রা আরও কমে আসবে।

বিজ্ঞাপন

মো. রাসেল শাহ জানান, ঘনকুয়াশা আর উত্তরের শীতল বাতাসে শীতের প্রকোপ বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল গোটা জেলা। পরে সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা ছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |