যশোরের মণিরামপুর থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
-
আরও পড়ুন: কারাগারে বিয়ে হলো তরুণ-তরুণীর
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে মণিরামপুর-নেহালপুর সড়কের সাতনল জোড়াপোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার পাড়িয়ালী গ্রামের নুরুল হক দফাদারের ছেলে।
নিহতের বড় ভাই সোহাগ হোসেন জানান, শুক্রবার ভোরে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। তাকে এগিয়ে আনতে ভোরে মণিরামপুরে বাজারে যান স্বজনরা। না পেয়ে ফেরার পথে খবর পান সাতনল জোড়াপোল এলাকায় একটি মরদেহ পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখেন পুকুর পাড়ে ভাই জাহাঙ্গীরের মরদেহ পড়ে আছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।