কক্সবাজারের টেকনাফে রাস্তার বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠক চলাকালে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে নিহত হয়েছেন আব্দুস সালাম (৭০) নামের এক বৃদ্ধ ।
শনিবার (৯ ডিসেম্বর) টেকনাফের হোয়াইক্যং ৫ নম্বর ওয়ার্ড নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হোসেন আলীর ছেলে।
নিহতের ছোট ভাই নুরুল ইসলাম জানান, বাড়ির পাশে চলাচলের রাস্তা নিয়ে আমার ভাই আব্দুস সালাম ও চাচাতো ভাই আব্দুস শুক্কুরের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শনিবার সকাল সাড়ে ৮টায় আমার ভাইয়ের (নিহত আব্দুস সালাম) বাড়ির উঠানে সালিশ বৈঠক করা হয়।
তিনি আরও জানান, আব্দুস শুক্কুর ও তার ছেলে আব্দুল্লাহসহ কয়েকজন মিলে সালিশ চলাকালীন ঝগড়া করে তাদের দিকে ইট ছুড়ে মারেন। এ সময় আব্দুস সালামের মাথায় একটি ইট পড়লে তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গনি জানান, হাঁটা-চলার রাস্তা নিয়ে বিরোধের জেরে নয়াপাড়ায় একটি হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যায় অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।