ময়মনসিংহের তারাকান্দায় নিজের মেয়েকে আনতে বাধা দেওয়ায় ও পারিবারিক বিরোধের জেরে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে এক জামাতা।
শনিবার (৯ ডিসেম্বর) উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্বশুরের নাম কাছিম উদ্দিন (৬০)।
পুলিশ ও নিহত পরিবারের বরাতে জানা যায়, চার বছর আগে নিতারাশি গ্রামের কাছিম উদ্দিনের মেয়ে দীপালি আক্তারের বিয়ে হয় একই উপজেলার রায়জান গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহমুদুল হাসানের সঙ্গে। তাদের সংসারে ৯ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যে দীপালি বাবার বাড়িতে চলে আসে। আজ সকালে মাহমুদুল হাসান তার শ্বশুরবাড়িতে আসেন।
পারিবারিক বিরোধের বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিকেল ৩টার দিকে মাহমুদুল ৯ মাসের মেয়েকে নিয়ে চলে যেতে চাইলে স্ত্রী ও শ্বশুর বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাহমুদুল তার শ্বশুর কাছিম উদ্দিনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহে শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয়দের সহায়তায় জামাতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।