খুলনার পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কোর্ট মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে আসবাব পোড়ার গন্ধ পেয়ে গ্রিল মিস্ত্রি জাহাঙ্গীর আলম গিয়ে দেখেন কোর্ট পুলিশ আগুন নেভাচ্ছে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশসহ প্রশাসনের লোকেরা ঘটনাস্থলে আসেন। এ সময় এজলাস কক্ষে থাকা আাসামি দাঁড়ানোর কাঠগড়া, চেয়ার ও সোফা পোড়া অবস্থায় পাওয়া যায়। পরে তারা কোর্টের স্টাফদের ডেকে এজলাসের দরজা খুলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে আদালত এর বিচারক মো: আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি মো: আরিফুজ্জামান, পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান উপস্থিত হন।
খুলনার পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে পাইকগাছা থানা পুলিশকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।