ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিষের বোতল হাতে প্রেমিকের ঘরে কলেজছাত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ , ০৯:২০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ভোলায় বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী (১৭)। এ ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক রাজিব (১৮)।

বিজ্ঞাপন

সোমবার (১৮ ডিসেম্বর) ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ঢ়াড়ীর বাড়িতে অনশন করছেন ওই কিশোরী। প্রেমিক রাজিব সোলেমান ঢ়াড়ীর ছেলে।

বিজ্ঞাপন

কলেজছাত্রী জানান, তারা একাদশ শ্রেণির শিক্ষার্থী। রাজিবের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। রাজিব তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছে। কিন্তু রোববার (১৭ ডিসেম্বর) সে বিয়ে করতে অস্বীকৃতি জানালে সেদিন দুপুর থেকে রাজিবের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন তিনি। 

ভুক্তভোগী হুমকি দিয়ে বলেন, রাজিব আমার সব কিছু শেষ করে দিয়েছে। সে বিয়ে না করলে আমি বিষপান করে এখানেই আত্মহত্যা করবো। এজন্য বিষের বোতল সঙ্গে নিয়ে রেখেছি।

পলাতক রাজিবের মোবাইলে কল দিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে রাজিবের মা তাসলিমা বেগম দাবি করেন, এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তারা। ভুক্তভোগী মেয়ে বলার পর তারা বিষয়টি জানতে পেরেছেন। ছেলে ও পরিবারের সবার সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করা হবে বলেও রাজিবের মা আশ্বাস দেন।

শশীভূষণ থানার ওসি এনামুল হক জানান, বিষয়টি লোকমুখে শুনেছেন। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |