ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ওয়াচ টাওয়ার ধসে আনসার সদস্য আহত

আরটিভি নিউজ

শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ , ১০:৪১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে ওয়াচটাওয়ার ধসে পড়ে মো. রাজিব নামে দায়িত্বরত এক আনসার সদস্য গুরতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বন্দরের ৫ নম্বর ফটকের পাশে এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যকে ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, কেডিএসের একটি ট্রেইলার পেছানোর সময় ওয়াচটাওয়ারে ধাক্কা লাগে। এতে টাওয়ারটি ধসে পড়লে আনসার সদস্য ধ্বংস্তুপের নিচে চাপা পড়েন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |