বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তাঁতী লীগ নেতার বিরুদ্ধে।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাহালু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রচারণায় বাধা ও হট্টগোলের একটি ভিডিও হিরো আলম নিজেই তার ফেসবুকে শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, হিরো আলমকে অনেকেই ঘিরে ধরে আছে। যেখানে গালিগালাজ করতে শোনা যায় এবং হাতাহাতি করার ঘটনা ঘটে।
পরে হিরো আলম সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় আমি কাহালু বাজারে প্রচারণা চালাচ্ছিলাম। হঠাৎ স্থানীয় তাঁতী লীগের রমজান নামের এক নেতা এসে আমাকে ধাক্কা দেয়। তারপর সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার সঙ্গে আরও ৩-৪ জন ছেলে ছিল। তারাও আমাদের ওপর চড়াও হয়।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা তাঁতী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ দাবি করেন, তাদের দলের কেউ হিরো আলমের সঙ্গে ঝামেলা করেনি।
ঘটনার বিষয়ে কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, শুনেছি স্থানীয় নেতা রমজান হিরো আলমের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমাদের অফিসার সেখানে পাঠানো হয়েছে। সেইসঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি জানানো হয়েছে।
কেন তার সঙ্গে খারাপ ব্যবহার করা হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।