ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ জামাই আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ , ০৩:৪০ পিএম


loading/img
ছবি : সংগৃহী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. আরিফ হাসান নামের এক মাদক কারবারিকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নূরে আলম। আটককৃত আরিফ কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর গ্রামের মো. জজ মিয়ার ছেলে।

এর আগে ভোর রাতে পৌরসভার-দুর্গাপুর এলাকার শ্বশুর আনোয়ারুল হক শামসুর বাড়িতে পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরিফকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নূরে আলম বলেন, আসামির বিরুদ্ধে ইতোপূর্বে ৭ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |