বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডাকে সরকার পতনের একদফা দাবি ও ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলন সফল করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে। উপজেলার বিভিন্ন জায়গায় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে নাগরপুরের কেদারপুর বাজারে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।
ভোট বর্জনের আহ্বান ও অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচন ডামি নির্বাচন। বর্তমান সরকারের নানা অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে নেতাকর্মীদের।
এসময় আন্দোলন বাধাগ্রস্ত করতে সক্রিয় ও জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও তুলেন তিনি।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা, সহ সভাপতি ফিরোজ সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সদস্য শরীফ উদ্দীন আরজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপ্টি, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহীদুর রহমান মনিরসহ অনেকে।
এছাড়া যুবদল নেতা ফনির হোসেন ভূঁইয়া, দীপন মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুছাসহ সংগঠনের নেতাকর্মীরা টাঙ্গাইল আরিচা সড়কের ধুবরিয়া চৌরাস্তা বাজারে লিফলেট বিতরণ করেন।