রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে মহানগরীতে চার হাজার ৫০ জন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, সরকারের সহায়তায় প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সারাদেশে অসংখ্য কম্বল ও শীতবস্ত্র পাঠানো হয়েছে। সেগুলো বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ত্রাণ ও দুর্যোগ স্থায়ী কমিটির সভাপতি ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহুসহ এসময় আরো অনেকে উপস্থিত ছিলেন।