• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাগুরায় ২ ভাইকে হত্যা, গ্রেপ্তার ৩

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৪, ১০:০০
মাগুরায় ২ ভাইকে হত্যা, গ্রেপ্তার ৩
প্রধান সন্দেহভাজন আশিকুর রহমান আশিক। ছবি : সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা মধ্যপাড়া গ্রামে ২ ভাই সবুজ মোল্যা ও হৃদয় মোল্যাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আশিকুর রহমান আশিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশিক মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে।

সোমবার (১ জানুয়ারি) নিজ এলাকা থেকে প্রধান সন্দেহভাজন আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে এক সংবাদ সম্মেলনে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ এ তিনজনের গ্রেপ্তারের তথ্য জানান।

মোহাম্মদ কলিমুল্লাহ জানান, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আশিক পুলিশের কাছে স্বীকার করেছে, ঘটনার দিন গত শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে সে ডাব খাওয়ার কথা বলে সবুজ ও হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় ঢোকচান্দের মাঠে নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে দুই সহোদরকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডে আশিক ছাড়াও পেশাদার খুনিচক্রের একাধিক সদস্য অংশ নেয়।

এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় রোববার দিনগত রাতে নিহত দুই ভাইয়ের প্রতিবেশী আসিফ ও বিপ্লব নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের ভাই কামাল মোল্যা বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম গোপন রেখে তাদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফেনীতে গ্রেপ্তার ৩
মাগুরায় উপজেলা মহিলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার
চোর ধরতে গিয়ে কিশোরকে হত্যা, গ্রেপ্তার ৩
বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি