ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

টানা তৃতীয় জয় পেলেন নিক্সন চৌধুরী 

আরটিভি নিউজ

রোববার, ০৭ জানুয়ারি ২০২৪ , ১০:৪১ পিএম


loading/img
মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ছবি : সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হলেন তিনি। 

বিজ্ঞাপন

ঈগল প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলটির দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট। ২৩ হাজার ৯৬৯ ভোটে বিজয়ী হয়েছে নিক্সন চৌধুরী। 

রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কার্যালয় থেকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় তাকে।

বিজ্ঞাপন

২০১৪ সালে আনারস প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী নৌকাকে ২৮ ভোটের হাজার ব্যবধানে হারিয়ে বিজয় পান। এরপর ২০১৮ সালে সিংহ প্রতীকে ৪৮ হাজার ভোটে নৌকাকে হারান তিনি। এবার কাজী জাফরউল্লাহকে হারিয়ে হ্যাটট্রিক করলেন নিক্সন চৌধুরী। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |