ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নেত্রকোণায় নিজ ঘরে মিলল হাত-পা বাঁধা বৃদ্ধার মরদেহ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪ , ০১:৫৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নেত্রকোণা শহরের বিলপাড় এলাকায় নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১১টায় শহরের নিউটাউন বিলপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধার নাম জোছনা বেগম (৭০)। তিনি ওই এলাকার মৃত আবুল মুন্সীর স্ত্রী।

বিজ্ঞাপন

এ ঘটনায় শহরের নিউটাউন এলাকায় ফারুক হোসেন মিল্টনের ছেলে সাম্মাম হোসেন সিনহা, শহরের পূর্বচকপাড়ার আব্দুল হকের ছেলে সাব্বির হোসেন চয়ন ও জেলা সদরের কামাল হোসেনের ছেলে রিয়াদ হাসান অনিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, জোছনা বেগমের তিন ছেলের মধ্যে এক ছেলে বগুড়া ও এক ছেলে বরিশালে থাকেন। তিনি বড় ছেলে মিল্টন মোল্লার সঙ্গে নিউটাউন বিলপাড়ের বাসায় বসবাস করতেন। ১০ দিন আগে কাজের সূত্রে মিল্টন বরিশালে যান। মিল্টনের স্ত্রীও জেলার আটপাড়ায় তার বাবার বাড়িতে যান। এ কারণে কয়েকদিন ধরে জোছনা বেগম বাসাটিতে একাই ছিলেন। সোমবার মিল্টন বার বার ফোন করলেও তার মা ধরছিলেন না।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে জোছনা বেগমের ভাই ফেরদৌস আহমেদ বাসার দরজার তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে জোছনা বেগমের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমিরা খোলা ছিল।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |