ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশাই ব্রিজের পশ্চিম পাশে হিজলতলী এলাকায় বাসের ধাক্কায় রোকসানা আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন।
নিহত হলেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ছোট ছতরাগাছা গ্রামের আমান শেখের মেয়ে রোকসানা আক্তার (২৬)।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা হিজলতলী এলাকায় এ ঘটনা ঘটছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোকসানা আক্তার দুপুরে উপজেলার হিজরতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় মির্জাপুর থেকে ছেড়ে আসা মুত্তাক্বিন পরিবহন নামে এক যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের ওপরে উঠে যায়। পরে এলাকাবাসী পরিবহনটি আটক করলেও চালক ও হেলপার ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
কোনাবাড়ি থানার হাইওয়ে ওসি শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।