ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শ্বশুরবাড়ি থেকে সরকারি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ , ০৪:৪৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নেত্রকোণা সদর উপজেলায় শ্বশুরবাড়ির পুকুর পাড়ের একটি গাছ থেকে মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক সরকারি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে চল্লিশা ইউনিয়নের বামনমোহা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

দেলোয়ার হোসেন সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের কাওয়ালিকোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ঢাকা গণপূর্ত অধিদপ্তরে পিএ পদে চাকরি করতেন। গত দুই মাস আগে নেত্রকোণা গণপূর্ত অফিসে যোগদান করেন। 

বিজ্ঞাপন

দেলোয়ারের স্ত্রী কবিতা আক্তার বলেন, বৃহস্পতিবার রাতে বাড়িতে কখন এসে এই ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না। সকালে লোকজনের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |