• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাঙ্গামাটির বরকলে পুকুরে ডুবে বিজিবি সদস্যের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৪, ২২:২৮
রাঙ্গামাটির বরকলে পুকুরে ডুবে বিজিবি সদস্যের মৃত্যু
ছবি : আরটিভি

রাঙ্গামাটির বরকল উপজেলায় পুকুরে গোসল করতে নেমে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত বিজিবি সদস্যের নাম মোস্তাফিজুর রহমান (২১)। তার বাড়ি কুষ্টিয়া জেলার রামচন্দ্রপুর গ্রামে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বরকল ৪৫ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

জানা যায়, সিপাহী মোস্তাফিজুর রহমান শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ৪৫ বিজিবি ক্যাম্পের হেলিপ্যাড সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন সহকর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল জানান, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নিহত মোস্তাফিজুর রহমান ২০২১ সালের আগস্টে বিজিবিতে সিপাহী পদে যোগদান করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি বরকল ৪৫ বিজিবিতে যোগ দেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার রামচন্দ্রপুর গ্রামে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালীগঞ্জে নদে ডুবে ২ শিশুর মৃত্যু
শরীয়তপুরে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট গভীর খাদে পর্যটকবাহী জিপ, আহত ১০