ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় ইঞ্জিনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারী নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২১ জানুয়ারি ২০২৪ , ০৫:০৫ পিএম


loading/img
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লোকোমোটিভে ইঞ্জিনে কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি (৪২) নামে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন।  

বিজ্ঞাপন

রোববার (২১ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে রেলওয়ে কলোনির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রবিউল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারি প্রকৌশলির (কার্য্য) নিরাপত্তা প্রহরি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল উপজেলার লোহাগড়া উপজেলায়।

বিজ্ঞাপন

আখাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মিঠুন দাস বলেন, নিহত রবিউল আমার অফিসে নিরাপত্তা চৌকিদার ছিল। রাতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে কিভাবে দুর্ঘটনায় পতিত হয়েছে জানতে পারিনি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকার বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |