ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

৬ বিঘা জমির কলা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২১ জানুয়ারি ২০২৪ , ০৭:২৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

মেহেরপুরের গাংনীতে শাহজাহান আলী ও রহিদুল ইসলাম নামের দুই কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।  

বিজ্ঞাপন

শনিবার (২০ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী। 

জানা গেছে, বালিয়াঘাট গ্রামের মাঠে ৬ বিঘা জমিতে কলা আবাদ করেছিলেন কৃষক শাহাজাহান আলী ও রহিদুল ইসলাম। কলা আবাদে প্রয়োজনীয় পরিচর্যায় খরচ করার পর ফলের আশায় ছিলেন তারা। কলার কাধি আসার আগ মুর্হুতে রাতের আধারে গাছ কেটে তছরুপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতির শিকার চাষি দুজন থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। 

বিজ্ঞাপন

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |