ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নেত্রকোণায় সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ , ০৪:৪৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ঝাউসি এলাকায় প্রাইভেটকার ও সিএনজির মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।  

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

বিজ্ঞাপন

নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা ছিলেন। তিনি নেত্রকোণার কলমাকান্দা সিধলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

নিহত অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, আজ বিকেলে যাত্রীবাহী একটি সিএনজি নেত্রকোণা থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার ও সিএনজির চালকসহ ৮ জন আহত হন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর স্থানীয়রা এসে আহতের উদ্ধার করেন। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত এবং আহতদের উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, নিহত একজনের পরিচয় জানা গেছে। তিনি সিধলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |