ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সন্দ্বীপে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে প্রতিবাদ সভা 

সন্দ্বীপ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ , ১১:২৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদর হাসপাতাল কমপ্লেক্সের মূল ফটকের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপ অধিকার আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাসানুজ্জামান, সন্দ্বীপ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনি, অপু ইব্রাহিম, শাহেদ খান ও এআর রাশেদ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের সদস্য নজরুল ইসলাম, হাসান, সজিব, রোমান, শিমুল, মুন্নাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য মো. সাকিল খান। 

এ সময় বক্তারা সাংবাদিক হাসানুজ্জামান ও অপু ইব্রাহিমের ওপর হামলাকারী প্রক্সি নাছিরের বিচার দাবি করেন। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২৪ জানুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টায় হারামিয়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সংবাদ সংগ্রহে গেলে প্রক্সি চাকরির অভিযুক্ত নাছির উদ্দীন সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিতে ধাক্কাধাক্কি করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |