ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ছেলের বউভাতের দিন ট্রেনে কাটা পড়ে পা হারালেন মা 

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ , ০৬:০৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রেলওয়ের স্টেশনে ভ্রাম্যমাণ ভাতের হোটেল ছিল বুলু বেওয়ার (৬৫)। সেই স্টেশনেই আজ ট্রেনে ২ পা কাটা পড়েছে তার। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘার আড়ানী স্টেশনে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জানুয়ারি) ট্রেনের নিচে ২ পা হারান এ বৃদ্ধা। বুলু বেওয়া আড়ানী নুরনগর গ্রামের মৃত রব্বেল আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বুলু বেওয়া রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে দীর্ঘদিন ধরে ফুটপাতে ভ্রাম্যমাণ হোটেলে ভাত বিক্রি করেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন পার হয়ে নিজের দোকানে আসছিলেন। 

বিজ্ঞাপন

এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে যাওয়া একটি কমিউটর ট্রেন চলে আসে। ওই ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় চাকার নিচে পড়ে দুটি পা কাটা পড়ে বুলু বেওয়ার। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। বুলু বেওয়ার ছোট ছেলে রুবেল আলী শুক্রবারই বিয়ে করেছেন। তার বাড়িতে ছেলের বৌভাতের আয়োজন ছিল আজ।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, ঈশ্বরদী-রাজশাহী কমিউটর ট্রেনটি যাওয়ার সময় স্টশনে প্লাটফর্মের অদূরেই ওই বৃদ্ধার দুই পা কাটা পড়ে। বারবার ট্রেন আসার কথা মাইকে ঘোষণা করা হচ্ছিল। এরপরও তিনি ঝুঁকি নিয়ে লাইন পার হতে গিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |